কাউনিয়ায় সাইবার আইন ও ধর্মীয় সম্প্রীতি আইনের সমস্যা নিয়ে আলোচনা সভা
প্রকাশ : 2024-05-19 19:31:13১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
কাউনিয়ায় বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট উদ্দোগে উপজেলা শিশু নিকেতন হল রুমে রবিবার সাইবার আইন এবং ধর্মীয় সম্প্রীতি আইনের সমস্যা ও চ্যালেঞ্জ এর উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাউনিয়া থানা অফিসার ইনচার্জ মাহফুজার রহমান। কাউনিয়া শিশু নিকেতনের অধ্যক্ষ বিনয় ভূষণ রায় এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্লাস্টের সমন্বয়কারী মোঃ রাশেদ শেখ, রংপুর লিগ্যাল এইডের মনীষা বিশ্বাস, দ্যা এশিয়া ফাউন্ডেশনের কো অর্ডিনেটর সাজ্জাত হোসেন খান। বক্তব্য রাখেন সাংবাদিক জুলহাস হোসেন সোহাগ, সাইদুল ইসলাম, জসিম সরকার প্রমূখ। উপস্থিত ছিলেন ফ্রিলেন্সার আইরিন ইসলাম, ইমাম আঃ লতিফ সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধি উপস্থিত ছিলেন।