কাউনিয়ায় সরিষার ফুলে মধু সংগ্রহে ব্যস্ত মৌমাছি
প্রকাশ : 2024-01-10 16:31:27১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
কাউনিয়া উপজেলায় তিস্তার চরাঞ্চলসহ বিভিন্ন গ্রামে দিগন্ত মাঠে জুড়ে এখন সরিষা ফুলের হলুদের ঢেউ লেগেছে। ফসলের মাঠ গুলো সরিষা ফুলের হলুদ রঙ্গে অপরূপ শোভা ধারণ করেছে। সরিষা ক্ষেতের বর্তমান অবস্থা দেখে কৃষকের চোখে মুখে আনন্দের আভা ফুটে উঠেছে।
সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে শীতের হিমেল হাওয়ায় ফুলের সুভাস মোহিত করছে চারপাশ। মাঠে মাঠে সরিষা ফুলের সমারোহে ছড়াচ্ছে নান্দনিক সৌন্দর্য। ফুলে ফুলে মধু আহরণে ব্যাস্ত মৌমাছি। মিষ্টি রোদে সরিষা ফুলগুলো বাতাসে দোল খেতে খেতে মিষ্টি হাসি হাসছে। সরিষা ফুল গুলো সুবাস ছড়িয়ে দিচ্ছে চারদিকে। এ যেন প্রকৃতির অপরূপ সৌন্দর্যের হলুদভূমি। শীতকে উপেক্ষা করে সরিষা ক্ষেত পরিচর্চার কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। চাষিরা বলছেন, আবহাওয়া অনুকূলে থাকলে এবার ফলন ভালো হবে। মাঘ মাসের শুরুতে ক্ষেত থেকে সরিষা তোলা শুরু হবে। অন্যান্য ফসলের তুলনায় সরিষার উৎপাদন খরচ কম এবং গত কয়েক বছর থেকে বাজারে ভালো দাম পাওয়ায় চাষিরা দিন দিন সরিষা চাষের দিকে ঝুঁকছেন।
সরিষা চাষ লাভজনক হওয়ায় এবার অনেক কৃষক চাষ করেছেন। এখন আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলন পাওয়ার আশা করছেন তারা। নিজপাড়া গ্রামের সরিষা চাষি জুলফিকার জানান ৫০ শতক জমিতে সরিষার চাষ করেছি। আশা করছি অন্য বছরের তুলনায় এবার সরিষার ফলন ভালো হবে এবং দামও ভাল পাব। উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তর জানায়, চলতি মৌসুমে ১হাজার ৭৭৮ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও চাষ হয়েছে ১হাজার ৭৮৫ হেক্টর।
কাউনিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃ্ষিরবিদ শাহানাজ পারভীন জানান, চলতি মৌসুমে উপজেলায় সরিষা চা বৃদ্ধির জন্য সরকারী ভাবে প্রনোদনার আওয়ায় ১৫৬০জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষিকে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। ফলে লক্ষ্য মাত্রার চেয়ে বেশী জমিতে সরিষা চাষ হয়েছে। বীজ বপনের ৭০ দিনের মধ্যেই ক্ষেত থেকে
সরিষা সংগ্রহ করা যায়। চলতি বছরে উপজেলা সরিষার বাম্পার ফলন হবে বলে আশা করছি। আমরা আশা করছি কাউনিয়ায় ২হাজার ৮০৯ মেঃটন সরিষা উৎপাদন হবে। কৃষিকদের বিভিন্ন পরামর্শ অব্যাহত আছে।
সান