কাউনিয়ায় সরকারী ভাবে ধান-চাউল ক্রয় উদ্বোধন
প্রকাশ : 2021-12-05 19:17:52১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
রংপুরের কাউনিয়া উপজেলায় সরকারিভাবে আমন ধান ও চাউল ক্রয় খাদ্য গুদাম চত্বরে রবিবার বিকালে উদ্বোধন করা হয়।উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে ধান ও চাউল ক্রয় অভিযানের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া।
উদ্বোধন কালে উপস্থিত ছিলেন নির্বাহী অফিসার তাহমিনা তারিন, টেপামধুপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ রাশেদুল ইসলাম, জেলা পরিষদ সদস্য আবুল কাশেম, কৃষি কর্মকর্তা শাহনাজ পারভীন, উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি, উপজেলা খাদ্য সোহেল আহমেদ, সমাজসেবা কর্মকর্তা মোঃ সামিউল আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা ইয়াসমীন, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, উপজেলা খাদ্যগুদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা মোছাঃ বিলকিস বেগম, চালকল মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মিনহাজুর রহমান হেনা, সম্পাদক আমজাদ হোসেন, মিলার দেলোয়ার হোসেন, কৃষক নিশিকান্ত প্রমুখ।
উপজেলা খাদ্যগুদাম কর্মকর্তা শামীমা নাছরীন জানান, চলতি মৌসুমে ৪০ টাকা কেজি দরে উপজেলার তালিকাভুক্ত ৮৫ টি মিল মালিকের কাছ থেকে ৯১৮ মেট্রিক টন আমন চাল এবং ২১৪ জন চাষির কাছ থেকে ২৭ টাকা কেজি দরে ৬৪৪ মেঃ টন ধান সংগ্রহ করা হবে।