কাউনিয়ায় সরকারী বিভিন্ন বিভাগের সম্মুখসারীর সদস্যগনের প্রশিক্ষণ কর্মশালা
প্রকাশ : 2021-12-06 18:43:44১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
রংপুরের কাউনিয়া উপজেলায় বে-সরকারী উন্নয়ন সংস্থা জানো প্রকল্পের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে সোমবার সরকারী বিভিন্ন বিভাগের সম্মুখসারীর সদস্যগনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা তারিন, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মীর হোসেন, প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ মনোজিৎ কুমার সরকার, কৃষি কর্মকর্তা শাহনাজ পারভীন, মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফ মাহফুজ, কেয়ার বাংলাদেশ প্রতিনিধি নিহার কুমার প্রামানিক, জানো প্রকল্পের উপজেলা ম্যানেজার মোঃ মাসুদ রানা ও শাহানা ইয়াসমীন। কর্মশালায় কাউনিয়া উপজেলার স্বাস্থ্য, কৃষি, প্রানী সম্পদ, পরিবার পরিকল্পনা, শিক্ষা ও স্থানীয় সরকার বিভাগের সন্মুখসারীর ২৫ জন কর্মী অংশ গ্রহন করেন।