কাউনিয়ায় শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

প্রকাশ : 2022-03-09 20:26:54১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

কাউনিয়ায় শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

কাউনিয়ায় মোবাইলে ভিডিও দেখানোর লোভ দেখিয়ে ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় সোহরাব হোসেন ( ৪৫) দুই সন্তানের জনক এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে বুধবার আদালতে পাঠানো হয়। 

কাউনিয়া থানা থানা সূত্রে জানাগেছে, উপজেলার বালাপাড়া ইউনিয়নের তিস্তা নদী বেষ্টিত বদ্বীপ অঞ্চল ঢুষমারাচর গ্রামের বাসিন্দা মৃত্যু সাহাবুদ্দিনের পুত্র সোহরাব হোসেন (৪৫) নামের এক যুবক গত শনিবার দুপুরে মোবাইলে ভিডিও দেখানোর লোভ দেখিয়ে প্রতিবেশীর ছয় বছর বয়সী শিশু কন্যা কে ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। সে সময় শিশুটির মা পাশের বাড়ীতে কাপড় সেলাই করছিল। ঘটনার পর শিশুটি কান্নাকাটি শুরু করে এবং ঘটনাটি তার মাকে জানায়। শিশুটি অসুস্থ্য বোধ করলে শনিবার রাতেই তাকে নিকটবর্তী কুড়িগ্রামের রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে ঘটনাটি জানাজানি হলে গত মঙ্গলবার রাতে শিশুটির পিতা বাদী হয়ে কাউনিয়া থানায় অভিযোগ করেন। 

কাউনিয়া থানা অফিসার ইনচার্জ মাসুমুর রহমান জানান, রাতেই অভিযোগটি নারী শিশু নির্যাতন দমন আইনে এজাহার ভুক্ত করা হয়। মামলা নং ০৪ তাং ০৮-০৩-২২ মামলা করার পর গত মঙ্গলবার রাতেই তার নির্দেশনায় এসআই সাজু মিয়া অভিযান চালিয়ে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে। তাকে রংপুর আদালতে পাঠানো হয়। অসুস্থ শিশু টি কে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।