কাউনিয়ায় মোটরসাইকেল চুরির সময় জনতার হাতে চোর আটক!
প্রকাশ : 2022-04-16 10:15:00১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
কাউনিয়া উপজেলার চাঁনঘাট শিব মেলা থেকে মোটরসাইকেল চুরি করে পালানোর সময় গত বৃহস্পতিবার বিকালে তাইজুল ইসলাম তাজু (৩৯) নামের চোর কে জনগণ আটক করে পুলিশের নিকট সোপর্দ্দ করেছে।
থানা সূত্রে জানাগেছে উপজেলার শিবু মানাষ পাড়া গ্রামের মিরাজুল ইসলামের পুত্র মোঃ আরিফুল ইসলাম (২১) স্ত্রী কে সাথে নিয়ে পশ্চিম চাঁন ঘাট এলাকায় মহাশিব পুঁজা মেলা দেখতে যায়। সেখানে মন্দিরের কাছে তার ব্যাবহৃত কালো রংয়ের বাজাজ-১২৫ সিসি (রেজিষ্ট্রেশন বিহীন) মোটরসাইকেল টি রেখে কেনা কাটা করতে মেলার ভিতর প্রবেশ করেন। এ সময় তার স্ত্রী ১শ' গজ দুরে দাঁড়িয়ে ঝাল মুড়ি খাচ্ছিল এবং মোটরসাইকেল টির দিকে নজর রাখে। হঠাৎ দেখেন একজন অপরিচিত লোক মোটরসাইকেল টি চালিয়ে পালাচ্ছে। তার স্ত্রীর চিৎকারে লোকজন ধাওয়া করে মোটরসাইকেল চোরকে আটক করে পুলিশে সোপর্দ্দ করে। আটককুত চোর মোঃ তাইজুল ইসলাম তাজু গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার টেপাপদুম শহর (হাজিপাড়া) গ্রামের বাবলু মিয়ার পুত্র। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। চোরকে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। থানা অফিসার ইনচার্জ মাসুমুর রহমান বলেন চুরির সঙ্গে আরো কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।