কাউনিয়ায় মনিটরিং বিষয়ক ওরিয়েন্টেশন সভা
প্রকাশ : 2022-04-01 10:22:28১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
কাউনিয়া উপজেলা পরিষদ কমিটির কার্যক্রম পর্যবেক্ষেণ (মনিটরিং) টুলস ও গাইড লাইন বিষয়ক ওরিয়েন্টেশন সভা গত বৃহস্পতিবার উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহ্মিনা তারিন এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আঙ্গুরা বেগম, বালাপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আনছার আলী, সারাই ইউপি চেয়ারম্যান মোঃ আশরাফুল ইসলাম, কুর্শা ইউপি চেয়ারম্যান আঃ মজিদ, হারাগাছ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব রাজু আহমেদ, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল হামিদ সরকার, ইউএন ডিপি'র জেলা ফ্যাসিলিটেটর মোঃ মতিউর রহমান প্রমূখ। সহযোগিতায় কার্যকর ও জবাবদিহিতা মূলক স্থানীয় সরকার (ইউএলজি) প্রকল্প সহযোগিতা করে।