কাউনিয়ায় ভ্রাম্যমান আদালত ৩ ব্যবসায়ীর জরিমানা
প্রকাশ : 2025-01-09 18:01:36১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
কাউনিয়া উপজেলার বিভিন্ন হাট বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৩ ব্যবসায়ীর জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিদুল হক।
ভ্রাম্যমান আদালতের পেশকার মোঃ ফারুক হোসাইন জানান বৃহস্পতিবার ভ্রাম্যমান আদালত কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের বনগ্রামে হোটেল ব্যবসায়ী মোঃ জাকির এর ৫০০, কুর্শা ইউনিয়নের মীরবাগ বাজার এলাকার মাংস ব্যবসায়ী মোঃ হোসেন আলীর ২০০০, এবং আঃ সালাম এর ২০০০ টাকা জরিমানা করে। ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা এআরএম আল মামুন, প্রাণী সম্পদ বিভাগের ভিএস এবং কাউনিয়া থানার এসআইসহ পুলিশ দল। এলাকাবাসী ভ্রাম্যমান আদালত কে স্বাগত জানিয়েছেন।