কাউনিয়ায় ব্র্যাক প্রত্যাশা-২ প্রকল্প এর শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতা মূলক সভা

প্রকাশ : 2025-09-18 19:05:13১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

কাউনিয়ায় ব্র্যাক প্রত্যাশা-২ প্রকল্প এর শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতা মূলক সভা

রংপুরের কাউনিয়া উপজেলায় নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকএীকরন (প্রত্যাশা-২) প্রকল্প ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এর আওতায় শিক্ষা সচেতনতা মূলক সভা বৃহস্পতিবার বিকালে টেপামধুপুর বালিকা স্কুল এন্ড কলেজ হল রুমে অনুষ্ঠিত হয়। টেপামধুপুর বালিকা স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ মোঃ সোহরাব হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রবাস বন্ধু ফোরামের সাধারণ সম্পাদক ও প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম সাইকোসোশ্যাল কাউন্সেলর উম্মে খাদিজাতুল কুবরা, সহকারী অধ্যাপক মোঃ নুরল ইসলাম, তাজউদ্দিন আহম্মেদ, আঃ আউয়াল, সহকারী শিক্ষক ললিত চন্দ্র, সাংবাদিক জহির রায়হান, ব্র্যাক স্বেচ্ছাসেবক সাবিনা ইয়াসমিন, কাউনিয়া উপজেলা প্রোগ্রাম অর্গানাইজার মোকাররম হোসেন প্রমূখ। সভা শেষে এ প্রকল্প সম্পর্কে শিক্ষার্থীদের মাঝে পাওয়ার পয়েন্টের মাধ্যমে নাটিকা প্রদর্শন শেষে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং কুইজে ১৫জন বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।