কাউনিয়ায় ব্র্যাকের সহায়তা পেলেন ১৫ জন ক্ষতিগ্রস্থ বিদেশ ফেরত

প্রকাশ : 2025-04-10 17:39:21১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

কাউনিয়ায় ব্র্যাকের সহায়তা পেলেন ১৫ জন ক্ষতিগ্রস্থ বিদেশ ফেরত

রংপুরের কাউনিয়ায় নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকএী করন প্রত্যাশা-২ প্রকল্প ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এর আওতায় ব্র্যাকের উদ্যোগে প্রবাস বন্ধু ফোরামের সহযোগিতায় সহায়তা পেলেন ১৫ জন ক্ষতিগ্রস্থ বিদেশ ফেরত। 

উপজেলার ৬টি ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে বিদেশে গিয়ে চরমভাবে আর্থিক ও মানসিক ভাবে ক্ষতি গ্রস্থ হয়ে দেশে ফিরে দিশে হারা মানুষ গুলোকে সমাজে পুনরায় সামাজি ভাবে প্রতিষ্ঠিত করতে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম কাজ করে চলেছে। প্রবাস বন্ধু ফোরাম সাধারন সম্পাদক ও প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল জানান, ইতোমধ্যে ১৫ জন ক্ষতিগ্রস্থ বিদেশ ফেরত ব্যাক্তিকে প্রশিক্ষন দিয়ে তাদের প্রত্যাক জন কে ব্র্যাকের পক্ষ থেকে ৭৫ হাজার টাকা করে সহায়তা প্রদান করা হয়েছে। এছারাও বেশ কয়েকজনের শালিস বৈঠকের মাধ্যেমে দালালদের কাছ থেকে টাকা আদায় করে দিয়েছে। সহযোগিতা পেয়েছেন যারা তারা হলেন জর্ডান ফেরত টেপামধুপুরের লাইলি বেগম, জর্ডান ফেরত হারাগাছের হাজেরা বেগম, আফছানা বেগম, আফরোজা বেগম, জর্ডান ফেরত শহীদবাগের নাছিমা বেগম, সৌদি আরব ফেরত টেপামধুপুরের ফজলু মিয়া, সংযুক্ত আরব আমিরাত ফেরত হারাগাছের আলা উদ্দীন ও মাসুম মিয়া, ওমান ফেরত কুর্শার আঃ বাতেন, ওমান ফেরত সারাই এর আজিজর রহমান, আলম মিয়া ও মাহাবুর রহমান, সৌদি আরব ফেরত বালাপাড়ার রাজু সরকার, টেপামধুপুরের শামীম মিয়া, কাতার ফেরত টেপামধুপুরের রাজু মিয়া। প্রবাস বন্ধু ফোরাম কে সহযোগিতা করছেন রংপুর জেলা এমআরএসসি কো-অর্ডিনেটর শাহ মোঃ খায়রুল হাসান, সেক্টর স্পেশালিস্ট ইকোনমিক রিইন্টিগ্রেশন আব্দুল্লাহ আল কাহাব, প্রোগ্রাম অর্গানাইজার মাইগ্রেশন প্রোগ্রাম ব্র্যাক কাউনিয়া মোকাররম হোসেন।