কাউনিয়ায় বেওয়ারীশ কুকুরের উপদ্রব ব্যাপক হারে বৃদ্ধি

প্রকাশ : 2025-11-16 16:46:53১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

কাউনিয়ায় বেওয়ারীশ কুকুরের উপদ্রব ব্যাপক হারে বৃদ্ধি

রংপুরের কাউনিয়ায় আশঙ্কাজনকভাবে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব। এতে অতিষ্ঠ হয়ে উঠেছে শিশু শিক্ষার্থী, পথচারীসহ এলাকাবাসী। জনমনে বিরাজ করছে চরম আতংক। 

সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে জানাগেছে ইতোমধ্যে হারাগাছ পৌরসভা ও উপজেলার বিভিন্ন গ্রামে কুকুরের কামড়ে বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে। টেপামধুপুর একাকায় একটি কুকুর কামরিয়ে ১৫জনকে আহত করে। এছাড়াও হাঁস-মুরগি, গরু-ছাগল মাঠে ছেড়ে দিতে পারছেন না বলে অনেকের অভিযোগ। এলাকাবাসী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবৎ উপজেলার বিভিন্ন এলাকায় বেওয়ারিশ কুকুরের অবাধ বিচরণ দেখা গেলেও সম্প্রতি ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। যার কারণে স্কুলগামী কোমলমতি শিশুরা স্কুলে যেতে পারছে না কুকুরের ভয়ে। কোন কোন সময় ছেলে মেয়েরা স্কুলে যাওয়ার সময় তাদের হাতে খাবার থাকলে এসব কুকুর আক্রমণ করে এবং ভয়ে তাদের খাবার ফেলে পালাতে দেখা গেছে। এতে অভিভাবকরাও আতংকের মধ্যে দিন কাটাচ্ছেন। গত বছর বিভিন্ন গ্রামে প্রায় ২৫/৩০ জন কে কুকুরে কমর দেয়। তারা বাদ্ধ হয়ে দোকান থেকে ৩ হাজার থেকে ৩৫শ টাকায় ভ্যাকসিন কিনে দিতে হয়েছে। যাদের টাকা ছিল না তারা কবিরাজের গুর পড়া, লবন, কলা পড়া খেয়ে থেকেছেন। তাছাড়া কুকুরের কারণে মোটরসাইকেল চালকরা দুর্ঘটনার সম্মুখীন হচ্ছেন। এছাড়া যেখানে সেখানে কুকুরের মলত্যাগেও পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে। কুকুর কামড়ালে রোগীর জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা পৌরসভায়ও সরকারি বরাদ্দের কোন ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না। এ ভ্যাকসিন ঔষুধের দোকানে পাওয়া গেলেও দোকানিরা ইচ্ছামতো দাম নিচ্ছে বলে অভিযোগ রয়েছে। এখনই বেওয়ারিশ কুকুরের আক্রমণ রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া জরুরি বলে মনে করেন ভুক্তভোগীসহ এলাকাবাসী। কিছুদিন পূর্বে রংপুর চিরিয়াখানা থেকে একচন এসে একটি পাগলা কুকুরকে নিধন করলেও পরবর্তিতে আর কোন পদক্ষেপ নেই। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিদুল হক জানান, বেওয়ারিশ কুকুর নিধনে আইনগত বাধা থাকায় দিন দিন এদের বংশবৃদ্ধি পেয়ে ব্যাপক আকার ধারণ করছে। প্রাণিসম্পদ অধিদপ্তর কোন ধরনের পদক্ষেপ নিতে পারে কিনা তা আলোচনা করব। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা এআরএম আল মামুন বলেন, আদালতের নিষেধাজ্ঞা থাকায় কুকুর নিধন করতে পারছি না। তবে কুকুরের বন্ধ্যাত্বকরণের ব্যবস্থা নেয়া যায় কিনা এ বিষয়ে মাসিক মিটিংয়ে আলোচনা করে ব্যবস্থা নেয়া হবে।