কাউনিয়ায় বাণিজ্যমন্ত্রীর উদ্যোগে ফ্রি চক্ষু স্বাস্থ্যসেবা ক্যাম্প
প্রকাশ : 2022-03-21 09:52:53১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি এর উদ্যোগে কাউনিয়ায় দিনব্যাপী ফ্রি স্বাস্থ্যসেবা ও চক্ষু পরীক্ষা ক্যাম্প টিপু মুনশি অডিটোরিয়ামে রবিবার সকালে উদ্ধোধন করা হয়। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্ধোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম সচিব আব্দুস সামাদ আল আজাদ, উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ারুল ইসলাম মায়া, নির্বাহী অফিসার তাহমিনা তারিন, ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক, শহীদবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল হান্নান, সারাই ইউপি চেয়ারম্যান মোঃ আশরাফুল ইসলাম, আওয়ামীলী সহ সভাপতি আঃ জলিল, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম, জমশের আলী, আওয়ামীলীগনেতা হাবিবুর রহমান হাবিব প্রমূখ। স্বাস্থ্যসেবা সেবা ক্যাম্পে ২০জন অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ফ্রি চিকিৎসা ও চক্ষু পরীক্ষার ব্যবস্থা করা হয়।