কাউনিয়ায় প্লাস্টিকের বস্তায় চাল রাখায় ব্যবসায়ীকে জরিমানা
প্রকাশ : 2022-11-29 12:54:43১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
রংপুরের কাউনিয়ায় পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তায় চাল রাখার অপরাধে এক চাল ব্যবসায়িকে ৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
গত সোমবার বিকালে কাউনিয়ার বালিকা বিদ্যালয় মোড় মধুপুর রোডে উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাহমিনা তারিন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে শাহীন স্টোরের শাহীন মিয়ার ৩হাজার টাকা জরিমানা করে। ভ্রাম্যমান আদালতের পেশকার ফারুক হোসাই জানান, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ এর ৪ ধারায় মেসার্স শাহীন ষ্টোরকে ৩হাজার টাকা অর্থদন্ড করা হয়। নির্বাহী অফিসার তাহমিনা তারিন জানান, ভ্রাম্যমান আদালতের এ ধরণের অভিযান অব্যহত থাকবে। এ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিল।