কাউনিয়ায় পুকুরের পানিতে ভাসছে নব জাতকের লাশ
প্রকাশ : 2023-02-12 13:08:04১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
কাউনিয়ার হারাগাছ সোনাতন গ্রামে কমিউনিটি ক্লিনিকের পিছনের পুকুরের পানিতে ভাসছে নব জাতকের লাশ। উৎসুক জনতার ভীড়, খবর পেয়ে পুলিশ কর্তৃক লাশ উদ্ধার। থানা ও প্রত্যক্ষদর্শীসূত্রে জানাগেছে উপজেলার হারাগাছ ইউপির সোনাতন চীলমারী টারী গ্রামে সোনাতন কমিউনিটি ক্লিনিকের পিছনের পুকুরের পানিতে ভাসছে নব জাতকের লাশ।
শনিবার সকালে স্থানীয় এক ব্যাক্তি পুকুরের পাশ দিয়ে যাওয়ার সময় নব জাতকের লাশ পানিতে ভাসতে দেখে আশপাশের স্থানীয় লোকজন কে জানালে নিমিষেই উৎসুক জনতার ভীড় জমে যায়। সবাই ধারনা করছে এই নবজাতকটি পুত্র সন্তান এবং কারো অবৈধ সন্তান হতে পারে। লোক চক্ষুর আড়ালে রাতের কোন এক সময়ে নব জাতক শিশু টি কে পুকুরের পানিতে ফেলে গেছে হয়তো কেউ। পুলিশ কে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। থানা অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহ বলেন নবজাতকের লাশ পুকুরের পানি থেকে উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য রংপুর মর্গে প্রেরণ করা হবে। এ বিষয়ে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।