কাউনিয়ায় পার্সোনাল হাইজিন বিষয়ক সচেতনা বৃদ্ধি বিষয়ক সেমিনার ও ফ্রি স্বাস্থ্য উপকরণ বিতরণ
প্রকাশ : 2022-11-21 18:48:40১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
রংপুরের কাউনিয়া উপজেলায় এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড এর আয়োজনে সোমবার কাউনিয়া দ্বি-মুখী বালিকা বিদ্যালয়ে বীর মুক্তিযোদ্ধা সরদার আব্দুল হাকিম হল রুমে পার্সোনাল হাইজেন ও পুষ্টি বিষয়ক সচেতনা বৃদ্ধি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ তোজাম্মেল হক এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন এসএমসি এন্টারপ্রাইজ এর প্রতিনিধি সিনিয়র এরিয়া এক্সিকিউটিভ শরিফুল আউয়াল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, সিনিয়র সেলস প্রমোশন অফিসার আসাদুজ্জামান আসাদ, সিনিয়র সেলস অফিসার কামরুজ্জামান মিলন, সচেতন এনজিও প্রতিনিধি মাসুম বিল্লাহ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক দ্বিপ্তী রানী, সহকারী শিক্ষক হাসনা পারভীন মুক্তি প্রমূখ। আলোচনা শেষে বিদ্যালয়ের প্রায় পাঁচ শতাধিক ছাত্রীর মাঝে এসএমসির ও সচেতন এনজিওর পক্ষ থেকে মেয়েদের স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।