কাউনিয়ায় নৌকা বাইসের একতা নৌকা সচল করতে আলোচনা সভা

প্রকাশ : 2023-11-14 18:14:38১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

কাউনিয়ায় নৌকা বাইসের একতা নৌকা সচল করতে আলোচনা সভা

গ্রাম বাংলার ঐতিহ্য নৌকা বাইস আবারও কাউনিয়ায় ফিরিয়ে আনতে উপজেলার হরিশ^র বটতলা গ্রামের বাইসাল নৌকা একতা সচল করতে বাইসাল (নৌকা চালক) দের নিয়ে আলোচনা সভা মঙ্গলবার অনুষ্ঠিত হয়।

জিন্না চম্পা কমপ্লেক্স হল রুমে কাউনিয়া ডায়াবেটিক সমিতির সভাপতি মোহাম্মদ আলী জিন্নার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক মোঃ সারওয়ার আলম মুকুল, কাউনিয়া দাখিল মাদ্রসার সিনিয়র শিক্ষক শহিদার রহমান, আটো মালিক-চালক সমিতির নজরুল ইসলাম প্রমূখ। বাইসাল (নৌকা চালক) গণ এলাকার মানুষের গ্রামিন বিনোদনের এবং আশা আকাংখার প্রতীক ১০০ হাত লম্বা একতা নৌকাটি নদীতে নামাতে এবং নৌকা বাইস ফিরিয়ে আনতে মোহাম্মদ আলী জিন্নাহ সহ সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।