কাউনিয়ায় নিজপাড়া গ্রামে ইঁদুর ধানের সন্ধানে -----
প্রকাশ : 2023-11-27 18:16:03১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
এখন কাউনিয়ায় চলছে সোনালী ধান আমন কাটার মৌসুম। কৃষকেরা ধান কেটে জমিতে শুকাতে দিয়েছে। এ সুযোগে ইঁদুরের দল ধানের শিষ কেটে কেটে গর্তের মাঝে মজুদ করছে। সে ইঁদুরের ধানে ভাগ বসিয়েছে কাউনিয়া উপজেলার নিজপাড়া গ্রামের দরিদ্র কিশোর মমিনুল। সে সকাল থেকে সন্ধা পর্যন্ত ধান ক্ষেত ঘুরে ঘুরে ইঁদুরের গর্তের সন্ধান করে বেড়ায়। গর্তের দেখা মিললেই সে মাটি খুরে খুরে ইঁদুরের মজুদ করা ধান সংগ্রহ করে। তেমন একজন ইদুরের গর্তের ধান সংগ্রহকারী সমর জানান সে ইঁদুরের গর্ত দেখেই বুঝতে পারে কোন গর্তে ধান আছে আর কোন গর্তে ধান নেই। যে গর্তে ধান আছে সে গর্তটি সে বিশেষ এক ধরনের শাবল ও কোদাল দিয়ে খুরে খুরে গভীর পর্যন্ত গিয়ে ইঁদুরের কাটা ধানের শীষ সংগ্রহ করে।
মমিনুল জানায় সারাদিন গর্তে খুরে ২০ কেজি থেকে ১মন পর্যন্ত ধান সংগ্রহ করে। আজ সে দুইটি গর্ত থেকেই প্রায় ৩০ কেজির মতো ধানের শিষ পেয়েছে। এসব ধান তারা একসাথে জমা করে স্থানীয় বাজারে বিক্রি করে। সে জানায় গত বছরের তুলনায় চলতি বছর গর্তে বেশি বেশি ধান পাওয়া যাচ্ছে। এর কারণ হিসেবে জানিয়েছে চলতি মৌসুমে আমন ক্ষেতে ব্যাপক ভাবে ইঁদুরের উপদ্রুত দেখা দিয়েছিল। সে ইঁদুর গুলো ক্ষেতের মাঝে উচু স্থানে বা আইলের ধারে গর্ত খুঁড়ে তারা অবস্থান নেয়। ক্ষেতে ধান পাকলে ইঁদুরের দল ধানের শীষ কেটে কেটে গর্তে নিয়ে গিয়ে আপদ কালীন সময়ের জন্য মজুদ। আর সে মজুদ করা ধানে ভাগ বসায় দরিদ্র কিছু মানুষ। ইঁদুর ধানে সংসার চলে কাউনিয়া উপজেলার কিছু মানুষের। কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহানাজ পারভীন জানান, ইঁদুরের গর্ত খুঁড়ে ধান বের করা মোটেই নিরাপদ নয়। গর্তে থাকতে পারে বিষধর সাপ। এছাড়া ইদুর নিধনের জন্য কৃষকদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেয়া হয়েছে।
ই