কাউনিয়ায় নতুন সুন্দর ভোরের প্রত্যাশায়... ফিরে দেখা ২০২৫

প্রকাশ : 2025-12-31 18:31:14১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

কাউনিয়ায় নতুন সুন্দর ভোরের প্রত্যাশায়... ফিরে দেখা ২০২৫

দরজায় কড়া নাড়িয়ে আগমনি বার্তা দিচ্ছে ২০২৬। নতুন বছরের দরজা খোলার আগে পুরাতন বছরের জানালা খুলে পিছনে তাকালে রংপুরের কাউনিয়ায় ঘটে যাওয়া সুখ দুঃখের নানা ঘটনা রটনা চোখে ভেসে উঠে। নানা ঘটনার জন্ম দেয়ায় বছরের শুরু থেকে শেষ পর্যন্ত ২০২৫ সাল ছিল কাউনিয়া আলোচিত। নিত্য পন্যের বাজার বেসামাল। ধুম নদীর নৈসর্গিক সৌন্দর্য ও পর্যটন সম্ভাবনা নিয়ে আলোচনা এবং আগামী ঈদের আগে শিশু পার্ক নির্মানের ঘোষনা জেলা প্রশাসক এনামুল আহসান এর। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এর তেমন কোন কর্মসুচী ছিলনা বছর জুরে। রংপুর-৪ আসন থেকে সরে দাঁড়ালেন জামায়াতের হেভিওয়েট প্রার্থী আযম খান, পূর্ণ সমর্থন দিলেন এনসিপি’র প্রার্থী আখতার কে। রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে অর্ধশতাধিক মানুষের মৃত্যুর মিছিল আর শত শত মানুষের পগুত্ব বরণ। পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে বাসচাপায় একই পরিবারের ৩জনের মৃত্যু। পরীক্ষা দিয়ে ফেরার পথে অটোরিক্সা চাপায় শিশুশিক্ষার্থী নিহত। দোকান উদ্বোধনকালে ও জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু। মসজিদের পিছুনে মাটি খুঁড়তেই বেরিয়ে এলো প্রায় ২৫ বছর আগে কবর দেয়া সাদা কাপড় মোড়ানো এক ব্যক্তির মরদেহ। চকলেটের লোভ দেখিয়ে ৫বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ যুবকের বিরুদ্ধে। সারওয়ার এর বাসায় ফুটেছে দুর্লভ কচুপাতা বাহার ফুল। গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা উদ্ধার ও মাদক ব্যবসায়ী, খুনের পলাতক আসামী গ্রেফতার, হারাগাছ পৌরসভার এক ব্যাক্তির জেল হেফাজতে মৃত্যু। তিস্তার নদীর ভায়বহ ভাঙ্গন, হঠাৎ বন্যায় কৃষকের ক্ষতি। গ্রীষ্ম কালীন পেয়াজ ও বস্তায় আদা চাষ, তিস্তার বালু চরে বিষমুক্ত সবজি চাষ, কৃষি যান্ত্রিকীকরণের বিকাশ, জৈব সার উৎপাদনে কারখানা স্থাপন। স্বাস্থ্য বিভাগের ২টি এক্স-রে মেশিন, ইসিজি মেশিন, রক্ত সংরক্ষন রিফ্রিজেটর অচল, সাপ ও কুকুর কামরানো ভ্যাকসিন চালু থাকলেও নেই স্বাস্থ্য কেন্দ্রে। বিদ্যুৎ চলে গেলে ভুতুরে বাড়িতে পরিনত হয় হাসপাতাল। চায়না রিং জালের অবাধ ব্যবহার, সরকারী জলাশয়গুলো মৎস্যজীবিদের নামের আরালে বিত্তবানদের দখলে। মাছের উৎপাদন বাড়লেও হারিয়ে যাচ্ছে দেশীয় প্রজাতির মাছ। মাছের চাহিদা অনুযায়ী বেশ ঘার্তি, মাছ চাষের নামে পানি প্রবাহ বন্ধ ও কচুরি পানায় ঘটে জলাবদ্ধতা, বন্যায় ক্ষতিগ্রস্থ মৎস্যচাষি ও কৃষকদের নেই কোন সরকারী প্রনোদনা। দীর্ঘ ৫৪ বছরেও নির্মান হয়নি ¯েøাটার হাউস, প্রাণী সম্পদ বিভাগে বিভিন্ন রোগের ঔষধ স্বল্পতা, দুগ্ধ খামারীদের বাজার জাতকরণে নানা সমস্যা, গো-খাদ্য সংকট ও খাদ্য মূল্যবৃদ্ধি। মূলত অপরাধমূলক ঘটনা, সড়ক দুর্ঘটনা, সামাজিক বিষয়, প্রাকৃতিক সৌন্দর্য ও নির্বাচন - এই পাঁচটি বিষয় কাউনিয়ার ২০২৫ সালের মূল আলোচিত দিক ছিল। সকল দুঃখ যন্ত্রনা, কষ্ট কে পেছনে ফেলে আগামী সুন্দর ভালবাসার প্রত্যাশায় ২০২৬ সালকে স্বাগত জানাতে চায় কাউনিয়ার মানুষ। নতুন স্বপ্ন আর সম্ভবনার বার্তা নিয়ে হাজির হবে ২০২৬ সাল এই প্রত্যাশায়....।