কাউনিয়ায় দরীদ্র ১১ রোগীর মাঝে সহায়তার চেক বিতরণ
প্রকাশ : 2024-06-03 18:38:54১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
রংপুরের কাউনিয়া উপজেলায় সমাজকল্যান মন্ত্রণালয়ের অনুদানকৃত কাউনিয়া উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সোমবার ১১জন অসহায় দরীদ্র দুরারোগ্য রোগীর মাঝে ৫ লাখ ৫০ হাজার টাকার সহায়তার চেক বিতরণ করা হয়।
সহায়তার চেক বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আনোয়ারুল ইসলাম মায়া। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, সমাজ সেবা কর্মকর্তা মোঃ সামিউল আলম, উপজেলা ছাত্রলীগ যুগ্ম আহবায়ক জামিল হোসাইন প্রমূখ। চেক বিতরণ কালে উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার অসহায় মানুষের মুখে হাসি ফুটাতে কাজ করে যাচ্ছে। আপনারা সাহস হারাবেন না।