কাউনিয়ায় তিস্তা নদীতে নৌকার বাইচ প্রতিযোগিতায় একাত্তরের বিজয় এক্সপ্রেস বিজয়ী
প্রকাশ : 2025-11-23 18:11:12১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
কাউনিয়ায় গোপীডাঙ্গা মৌলভী বাজার অটো মালিক সমিতির উদ্যোগে গত শনিবার বিকেলে তিস্তার শাখা নদীতে ঐতিহ্যবাহী ছোট নৌকার বাইচ খেলা অনুষ্ঠিত হয়।
নৌকার বাইচ এ প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন রংপুর জর্জ কোটের নারী ও শিশু ট্রাইবুনালের পিপি অ্যাডঃ মোজাহারুল আলম বাবলু। নৌকা বাইচের উদ্বোধন করেন কাউনিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান রকিবুল হাসান পলাশ। কাউনিয়া ভিশন শো-রুমের পরিচালক সোহেল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধান পৃষ্ঠপোষক কাউনিয়া গ্রাফিক্স ডিজাইন সেন্টারের পরিচালক নাতিফুল রহমান চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী সোহেল রানা, মৌলভীবাজার সুমাইয়া সার ঘরের সত্বাধিকারী শাহজালাল মিয়া। উপস্থিত ছিলেন যুবদল উপজেলা শাখার সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহ জামাল, বালাপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক রাশেদুল ইসলাম, শহীদবাগ ইউনিয়ন বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক শাহ আলম, রংপুর জেলা ছাত্র দলের সদস্য আমিনুল ইসলাম, উপজেলা ছাত্র দলের যুগ্ন আহবায়ক মাসুম পারভেজ, বালাপাড়া ইউনিয়ন ছাত্র দলের সভাপতি হেমায়েতুল ইসলাম প্রত্যাশা। ফাইনাল খেলায় এ গ্রুপে অংশ নেয় একাত্তরের বিজয়, শহীদবাগ ইন্টারসিটি ও জনতা এক্সপ্রেস এবং বি গ্রুপে অংশ নেয় বেরেন্টের বাজার শহীদ জিয়া এক্সপ্রেস, আদর্শ এক্সপ্রেস ও ঠিকানা বাজার এক্সপ্রেস। নৌকা বাইচ খেলায় একাত্তরের বিজয় এক্সপ্রেস ১ম স্থান ও আদর্শ এক্সপ্রেস ২য় স্থান অধিকার করে। নৌকা বাইচ খেলায় বিজয়ী কে দল কে পুরস্কার হিসেবে গরু এবং বিজিত দল কে বড় খাসী প্রদান করা হয়।