কাউনিয়ায় তিন স্থান থেকে তিন লাশ উদ্ধার

প্রকাশ : 2024-02-20 17:49:21১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

কাউনিয়ায় তিন স্থান থেকে তিন লাশ উদ্ধার

কাউনিয়া উপজেলার টেপামধুপুর বাজেমসকুর গ্রামের মাছের খামার থেকে, কুর্শা ইউনিয়নের মীরবাগ বিজলের ঘুন্টি মেনাজের চাতাল এলাকায় মহাসড়কে ও বালাপাড়া ইউনিয়নের রেল স্টেশনে আন্তঃনগর ট্রেনের ছাদ তিন স্থান থেকে তিনটি লাশ উদ্ধার করে পুলিশ।

কাউনিয়া থানা ও পারিবারিক সূত্রে জানা গেছে গত রবিবার রাতে রংপুর কুড়িগ্রাম মহাসড়কে মীরবাগ বিজলেরঘুন্টি মেনাজের চাতাল এলাকায় সড়ক দুর্ঘটনায় মটরসাইকেল আরোহী লেবু মিয়া (৩৫) ঘটনা স্থলেই নিহত হয়। লেবু মিয়া কুড়িগ্রাম জেলার খেজুরেরতল পশ্চিম মুন্সিপাড়া গ্রামের রাজু মিয়ার পুত্র বলে জানাগেছে। অপর দিকে উপজেলার টেপামধুপুর বাজেমসকুর গ্রামের ধলু মিয়ার পুত্র সোলাইমান আলী (৬৫) রবিবার বিকালে নিখোঁজ হয় পর দিন সোমবার রাজিব গ্রামে পলাশ মিয়ার মৎস্য খামারের পুকুর থেকে তার লাশ উদ্ধার করে। সোলায়মান আলী রাজিব গ্রামে পলাশ মিয়ার মৎস্য খামারে পাহারা দারের কাজ করতো। বালাপাড়া ইউনিয়নের হরিশ^র গ্রামে কাউনিয়া রেলওয়ে জংশন স্টেশনে সোমবার দুপুরে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগির ছাদ থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা অজ্ঞাত এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করে স্টেশন পুলিশ ফাঁড়ির দায়িত্বরত ইনচার্জের কাছে হস্তান্তর করে। কাউনিয়া থানা অফিসার ইনচার্জ মাহফুজার রহমান লাশ উদ্ধারের বিষয় নিশ্চিত করেছেন।