কাউনিয়ায় তিন সন্তানের পিতার ঝুলত লাশ উদ্ধার

প্রকাশ : 2025-02-10 16:50:13১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

কাউনিয়ায় তিন সন্তানের পিতার ঝুলত লাশ উদ্ধার

কাউনিয়ায় সবুজ মিয়া (৪০) নামের এক ব্যবসায়ীর ঝুলত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার গভীর রাতে উপজেলার বালাপাড়া ইউনিয়নের আরাজি হরিশ্বর গ্রামে এ ঘটনা টি ঘটেছে। পারিবারিক ও থানা সূত্রে জানাগেছে উপজেলার বালাপাড়া ইউনিয়নের আরাজি হরিশ্বর গ্রামের মনতাজ আলীর পুত্র সবুজ মিয়া (৪০) মদপ্য অবস্থায় বাড়িতে ফিরে স্ত্রীর সাথে ঝগড়া করে। স্ত্রী মন খারাপ করে তার কন্যা সন্তান কে নিয়ে অন্য ঘরে ঘুমাইলে রোববার গভীর রাতে সবুজ মিয়া (৪০) তার শয়ন ঘরের ধর্না (তীর) সাথে গলায় রশি ঝুলিয়ে আত্মহত্যা করে। সে ২ পুত্র ১ কন্যা সন্তানের জনক। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে সবুজ মিয়ার ঝুলত লাশ উদ্ধার করে। থানা অফিসার ইনচার্জ আব্দুল লতিফ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন এ ব্যাপারে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।