কাউনিয়ায় ঢুসমরা চরে শিশু ধর্ষক আটক
প্রকাশ : 2023-01-22 14:34:26১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
কাউনিয়ায় ৭ বছরের এক শিশু কে ধর্ষণের অভিযোগ উঠেছে। পুলিশ ধর্ষক মোফাজ্জল মন্ডল (৫০) কে আটক করেছে। ধর্ষণের ঘটনাটি ঘটেছে ব-দ্বীপ চর ঢুষমারা গ্রামে গত শুক্রবার বিকালে। থানা ও পারিবারিক সূত্রে জানাগেছে উপজেলার বালাপাড়া ইউনিয়নের চর ঢুষমারা গ্রামের বাসিন্দা বেলাল হোসেনের স্ত্রী সুপিয়া বেগম জীবিকার তাগিদে তিস্তার চরে দুলাল মিয়ার জমিতে দিন মজুরির কাজে যান। বেলা ৩ টার দিকে তার ৭ বছরী শিশু কন্যা মাকে বাড়িতে না পেয়ে খুঁজতে একাকী বাড়ি থেকে বের হয়ে ঢুষমারার চরে তিস্তা নদীর কোল ঘেষে হাঁটতে থাকে এ সময় ওই শিশু কে একাকী পেয়ে চরের চাষাবাদ কৃত মরিচ ক্ষেতে নিয়ে গিয়ে একই গ্রামের বাসিন্দা মৃত হজরত আলীর পুত্র মোফাজ্জল মন্ডল (৫০) তাকে জোর পূর্বক ধর্ষণ করে। এ সময় ওই শিশু কন্যার চিৎকারে মরিচ ক্ষেতের পাশে আলু কুড়ানি দুই মহিলা এসে ধর্ষণরত অবস্থায় ওই ব্যক্তি কে দেখতে পায়। পরে তাদের চিৎকারে লোকজন এগিয়ে আসলে ধর্ষক পালিয়ে তার নিজ বাড়িতে প্রবেশ করে। ধর্ষনের সময় ধস্তাধস্তিতে শিশুটির ডান হাতের হাঁড় ভেঙ্গে যায়। পরে ধর্ষনের শিকার শিশুটি কে উদ্ধার করে ওইদিন সন্ধায় কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেয়া হয়।
শুক্রবার রাতে ধর্ষনের শিকার শিশুর মা সুপিয়া বেগম বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলা নং ০৫ তাং ২০-০১-২৩ ইং। থানা অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহ বলেন শিশু ধর্ষণের মামলা গ্রহনের পর পরেই রাতে আসামি কে আটক করা হয়েছে। শিশুটিকে ডাক্তারী পরীক্ষা ও চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে শিশু কন্যাটি রংপুর ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে রাখা হয়েছে।