কাউনিয়ায় ঠেকানো গেল না ষষ্ঠ শ্রেণির ছাত্রীর বাল্য বিবাহ!

প্রকাশ : 2021-10-06 19:02:17১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

কাউনিয়ায় ঠেকানো গেল না ষষ্ঠ শ্রেণির ছাত্রীর বাল্য বিবাহ!

মহিলা বিষয়ক দপ্তরের অবহেলায় বাল্য বিবাহ ঠেকানো গেল না কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়নের মহেশা উত্তরপাড়া গ্রামের শাহ জামালের ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া কন্যা সায়লা খাতুনের (১২) । 

গত মঙ্গলবার গভীর রাতে খুব গোপনে পরিবারের লোকজন পার্শ্ববর্তী গ্রামের এক যুবকের সাথে বিয়ে দিয়ে দেন সায়লা খাতুনের। এর আগে সায়লার বিয়ের কথা বার্তা হলে স্থানীয় ইউপি সদস্য ও চৌকিদার গিয়ে তাদের কন্যার বাল্যবিবাহ দিতে নিষেধ করেন। তবুও তারা গোপনে মেয়ের বাল্য বিবাহ দিল। সায়লা মীরবাগ বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী বলে জানাগেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ তাহমিনা তারিন বলেন তিনি বাল্য বিবাহ হওয়ার খবর টি জানেন না। তিনি খোঁজ নিবেন বলে জানায়। তিনি আরও জানান বাল্য বিয়ের বিষয়ে এলাকার মানুষকেই সচেতন হতে হবে।