কাউনিয়ায় ট্রাকের ধাক্কায় মটরসাইকেল আরোহীর মৃত্যু

প্রকাশ : 2022-02-23 19:05:18১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

কাউনিয়ায় ট্রাকের ধাক্কায় মটরসাইকেল আরোহীর মৃত্যু

কাউনিয়ায় পাথর বোঝাই ট্রাকের ধাক্কায় মটর সাইকেল আরোহী ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার আহসান হাবীব নান্নু (২৩) মারা গেছেন। গত মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে আটটার দিকে মীরবাগ কদমতলা বাস স্টান্ডের নিকট দুর্ঘটনাটি ঘটেছে। 

প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানাগেছে কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার পাইকা বুড়া-বুড়ি ইউনিয়নের মন্ডলের হাট এলাকার সেকেন্দার আলীর পুত্র তরুণ ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর আহসান হাবীব নান্নু (২৩) তার স্ত্রী কে রংপুর শহরে রেখে মটর সাইকেল যোগে কুড়িগ্রামের উলিপুরে নিজ বাড়িতে ফিরছিলেন। রাত আনুমানিক সাড়ে আটটার দিকে কাউনিয়া উপজেলার রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের মীরবাগ কদমতলা বাস স্টান্ডের সন্নিকটে পৌঁছিলে সামন থেকে পাথর বোঝাই ট্রাক ধাক্কা দিলে সে ঘটনা স্থলেই প্রাণ হারায়। কাউনিয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) সেলিমুর রহমান দুর্ঘনায় নিহত হওয়ার বিষয় নিশ্চিত করে বলেন ঘাতক ট্রাক টি আটক করা সম্ভব হয়নি। ট্রাকটি শনাক্তে কাজ চলছে।