কাউনিয়ায় গ্রামীন বিয়ে বাড়ির ঐতিহ্য কলাগাছের গেট আর চোখে পড়ে না
প্রকাশ : 2024-09-05 18:00:21১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
‘হলুদ বাটো, মেন্দি বাটো, বাটো বিয়ের সাজ’ সেই চিরচেনা লোকসংগিত পরিবেশনের মধ্যদিয়ে বাঙ্গালী সমাজে গ্রামবাংলায় বিয়ের আনুষ্ঠানিকতা শুরু করা হতো। বর যাত্রী আসার আগে কলাগাছ দিয়ে গেট সাজান হতো। আধুনিকতার যাতাকলে পড়ে রংপুরের কাউনিয়া উপজেলায় কালের আবর্তে হারিয়েগেছে গ্রামীন ঐতিহ্যবাহী কলাগাছের বিয়ের গেট।
সরেজমিনে চরাঞ্চলসহ বিভিন্ন গ্রামঘুরে জানাগেছে স্বাধীনতার পরেও বাঙ্গালী সমাজে ছেলে মেয়ের বিয়ের দিন কলাগাছ বাঁশ ও বিভিন্ন রংএর কাগজ কেটে গেট সাজান হতো। সারাদেশেই বিয়ে বাড়ির ঐতিহ্য কলাগাছের গেট বিলুপ্ত হয়ে গেছে। ডেকোরেটর ব্যবসা চালু হওয়ার পর থেকে গ্রামীন বিয়ে বাড়ির ঐতিহ্য কলাগাছের গেট এখন আর চোখে পড়ে না। বর্তমানে আধুনিক যান্ত্রীক প্রযুক্তির যুগে সেই কলাগাছের গেট হারিয়ে গেছে।
রাজিব লালমসজিদ এলাকার আলহাজ্ব ইসমাইল হোসেন বাবু জানান তাদের আমলে গরু মহিষের গাড়ী সাজিয়ে বরযাত্রী যেত বিয়ে করতে। আর কনের বাড়িতে কলাগাছ দিয়ে গেট সাজান হতো। সেই গেটে হরেক রকমের শ্লোক ধরা হতো। আলোর জন্য ব্যবহার করা হতো হারিকেন আর হেছাক লাইট। বর যাত্রী আসার পূর্বে বাড়ির সকলের জন্য খিচুরি, মুড়ির নাড়ু, মোয়া, লবন মরিচের শরবত সব সময় প্রস্তত থাকতো। সেই উৎসব, আনন্দ এখন ভাগাভাগি করে নেওয়ার রেওয়াজ নেই বললেই চলে। বর্তমান বিয়ের উৎসবে আনন্দ ভাগাভাগির চেয়ে কৃত্রিমতাই বেশী লক্ষ্য করা যায়। সেই সময়ের বিয়ের দিনের আনন্দই ছিল অন্যরকম। পরিবেশ বান্ধব কলাগাছের গেট এখন আর চোখে পরে না। অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে তা আধুনিক যান্ত্রীক যুগে হারিয়েগেছে কলাগাছের তৈরী গেট।