কাউনিয়ায় কাভার্ট ভ্যানের চাকায় পিষ্ট হয়ে নিহত ১ আহত ১
প্রকাশ : 2023-11-30 16:51:53১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে কাউনিয়া দাখিল মাদ্রসার কাছে একটি কাভার্ট ভ্যানের চাকায় পিষ্ট হয়ে এক মটরসাইকেল আরোহী নিহত অপর আরোহী গুরুতর আহত হয়।
প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানাগেছে বৃহস্পতিবার সকালে কুড়িগ্রামের নাগেশ্বরী থেকে আবু বক্কর সিদ্দিক (৪৫) ও সিরাজুল ইসলাম (৪০) নামের দুইজন মটর সাইকেল যোগে রংপুর যাওয়ার পথে রংপুরের কাউনিয়া উপজেলার কাউনিয়া দাখিল মাদ্রসার কাছে আসলে রংপুর থেকে লালমনিহাট গামী একটি কাভার্ট ভ্যান চাপা দিলে ঘটনা স্থলেই আবু বক্কর সিদ্দিক নিহত হয় এবং সিরাজুল গুরুতর আহত হয়। নিহত আবু বক্কর সিদ্দিক নাগেশ্বরী উপজেলার রামখানা গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে আহত সিরাজুল একই গ্রামের বাসিন্দা বলে জানাগেছে।
কাউনিয়া থানা অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহ ঘটনার সতত্য নিশ্চিত করে জানান এ ঘটনায় ঘাতক কাভার্ট ভ্যান ও চালককে আটক করে পুলিশ হেফাজতে নেয়াহয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।
সান