কাউনিয়ায় একটি চোরাই মটর সাইকেল উদ্ধার
প্রকাশ : 2022-04-02 19:02:36১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
কাউনিয়া থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার টেপামধুপুর ইউনয়নের রাজিব গ্রাম থেকে একটি চুরি যাওয়া মটর সাইকেল উদ্ধার করেছে।
কাউনিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুমুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নির্দেশে টেপামধুপুর ইউনিয়নের রাজিব গ্রামে গত বৃহস্পতিবার এসআই সাজুসহ সঙ্গিয় ফোর্স অভিযান পরিচালনা করে গ্লামার ১২৫ সিসি মোটরসাইকেলটি উদ্ধার করে। কোন থানায় এ সংক্রান্ত মামলা হয়ে থাকলে প্রকৃত মালিক কে কাউনিয়া থানায় যোগাযোগ করার জন্য তিনি অনুরোধ জানান। পুলিশের এধরনের অভিযানকে স্বাগত জানিয়েছে এলাকাবাসী।