কাউনিয়ায় উপজেলা আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক জাহাঙ্গীর হাসান গ্রেফতার

প্রকাশ : 2025-02-23 18:52:31১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

কাউনিয়ায় উপজেলা আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক জাহাঙ্গীর হাসান গ্রেফতার

রংপুরের কাউনিয়ায় ডেভিল হান্ট অভিযানে জাহাঙ্গীর হাসান নামের উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কে গ্রেপ্তার করেছে পুলিশ।  

শুক্রবার রাতে কাউনিয়া থানা-পুলিশ অভিযান চালিয়ে উপজেলা সদরে টিভিএস মটরসাইকেলের বিক্রয় কেন্দ্র থেকে তাঁকে গ্রেপ্তার করে। রাতে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানা অফিসার ইনচার্জ আব্দুল লতিফ। ওসি আব্দুল লতিফ বলেন, জাহাঙ্গীর হাসানের বিরুদ্ধে দেশের স্থিতিশীলতা, রাষ্ট্রের নিরাপত্তা ও জননিরাপত্তা বিঘেœর অভিযোগ রয়েছে। ডেভিল হান্ট অভিযানে তাকে আটক করা হয়। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া শেষে তাঁকে গত শনিবার বিজ্ঞ আদালতে পাঠানো হয়। জানা যায়, জাহাঙ্গীর হাসান উপজেলার বালাপাড়া ইউনিয়নের তকিপল বাজার এলাকার সাবেক কৃষি কর্মকর্তা তাজুল ইসলামের ছেলে। তিনি বর্তমানে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদে আছেন।