কাউনিয়ায় উদ্দীপ্ত রক্তদান ও মানব কল্যাণ সংস্থার বর্ষপূর্তি ও এতিম বাচ্চাদের মিলন মেলা ২০২৪

প্রকাশ : 2024-08-25 18:27:20১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

কাউনিয়ায় উদ্দীপ্ত রক্তদান ও মানব কল্যাণ সংস্থার বর্ষপূর্তি ও এতিম বাচ্চাদের মিলন মেলা ২০২৪

জাতি ধর্ম নির্বিশেষে থাকবো মোরা সবার পাশে, এই শ্লোগানে রংপুরের কাউনিয়ায় উদ্দিপ্ত রক্তদান ও মানব কল্যাণ সংস্থার প্রথম বষপূর্তি ও এতিম বাচ্চাদের নিয়ে মিলন মেলা ২০২৪ জিন্না চম্পা ফাউন্ডেশন হল রুমে রবিবার অনুষ্ঠিত হয়। 

উদ্দীপ্ত রক্তদান ও মানব কল্যাণ সংস্থার বর্ষপূতিতে আলোচনা সভা জিন্না ফাউন্ডেশন এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী জিন্নাহ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রত্যাশা আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক সারওয়ার আলম মুকুল, আল আকসা আইডিয়াল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ শফিউল আজম, তিসতা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক শাহ মোবাশে^রুল ইসলাম রাজু, ডাঃ গোলাম সারওয়ার, সোনালী ব্যাংক ভবনের স্বত্বাধিকারী মোঃ নাসির উদ্দিন, প্রকৌশলী শহিদুল রহমান, গোল্ডেন হসপিটালের পরিচালক মোঃ আশিক রায়হন, মাওলানা আরাফাত হোসাইন বিপ্লবী, মুফতী আঃ রহমান হাবিবী, উদ্দীপ্ত রক্ত ও মানব কল্যাণ সংস্থার সভাপতি মোঃ আশিক বিন নাছির, সাংবাদিক জহির রায়হান, সংস্থার সহ-সভাপতি মোঃ আবু হুরায়রা, সহ-সভাপতি মোঃ রাজু ইসলাম রাব্বি, সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক বাপ্পি, যুগ্ন-সম্পাদক শামসুজ্জামান রিমন, কাওছার হাবিব, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রাজু, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক পাভেল শেখ প্রমূখ। অনুষ্ঠানে গুনিজন ও সংগঠনে বিশেষ অবদান রাখায় ক্রেস্ট প্রদান, কেক কাটা, এতিম দের উন্নমানের খাবার পরিবেশন ও সংগঠন দেশ ও জাতির কল্যান কামনায় দোয়া করা হয়।