কাউনিয়ায় উইনরক প্রতিনিধির সাথে অনিবার্ণ যুব সংস্থার মতবিনিময় সভা
প্রকাশ : 2022-02-24 19:08:20১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
ভিকটিমদের কথাই পথ দেখাবো, এই প্রতিপাদ্যকেই সামনে রেখে রংপুরের কাউনিয়া উপজেলার বিদেশ ফেরত মানব পাচারের শিকার ব্যাক্তিদের সংগঠন অনির্বাণ যুব সংস্থার সঙ্গে উইনরক ইন্টারন্যাশনালের প্রতিনিধির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলার শহীদবাগ ইউনিয়নে সংস্থার কার্যালয়ে উইনরক ইন্টারন্যাশনালের প্রতিনিধি মোঃ খাইরুল ইসলামের সঞ্চালনায় অনিবার্ণ যুব সংস্থার সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি চিপ অফ পার্টি ঋংঃরঢ় উইনরক এইচ এম নজরুল ইসলাম, অনিবার্ণ যুব সংস্থার সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, আশিকুর রহমান সহ প্রমুখ। সংলাপে মানব পাচারের শিকার যুবকদের পাশে দাঁড়ানোর জন্য উইনরক ইন্টারন্যাশনাল এর প্রতি কৃর্তজ্ঞতা প্রকাশ করা হয়।