কাউনিয়ায় ইউনিয়ন দুর্যোগ স্বেচ্ছাসেবক কমিটির সভা
প্রকাশ : 2024-09-04 18:25:56১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
কাউনিয়া উপজেলায় জাগরণী চক্র ফাউন্ডেশনের বাস্তবায়নে টেপামধুপুর ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা বুধবার টেপামধুপুর ইউনিয়ন পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়।
টেপামধুপুর ইউনিয়ন পরিষদ সচিব রনজিত সরকার এর সভাপতিত্ব আলোচনা সভায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে দুর্যোগ স্বেচ্ছাসেবকদের দায়িত্ব কর্তব্য নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় বক্তব্য রাখেন মর্যাদা প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মাহফুজা খাতুন, ইউনিট ম্যানেজার অনিতা রানী গুহ, ফিল্ট ফেসিলেটর আরজু খাতুন, ইউপি সদস্য আবুল
কাসেম, আব্দুল মতিন, রেজাউল করিম প্রমূখ। টেপা মধুপুর ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও স্বেচ্ছাসেবকদের যৌথ উদ্যোগে ১০০০টি বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণ করার পরিকল্পনা করা হয়।
সান