কাউনিয়ায় আরিফা ফুড প্রোডাক্টস এর ঈদ উপহার বিতরণ
প্রকাশ : 2024-04-08 19:19:09১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
কাউনিয়া উপজেলায় ঈদুল ফিতর উপলক্ষে প্রতিবছরের ন্যায় সোমবার অসহায় ও দরীদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে আরিফা ফুড প্রোডাক্টস এর ব্যবস্থাপনা পরিচালক।
আরিফা ফুড প্রোডাক্টস এর উদ্যোগে ঈদ উপহার বিতরণ বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি অডিটোরিয়ামে পশ্চিম নিজপাড়া কৃষক সমবায় সমিতির সহ সভাপতি মোঃ নাসির উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ঈদ উপহার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আরিফা ফুড প্রোডাক্টস (চমক) এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আতাউর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক সারওয়ার আলম মুকুল। এ সময় উপস্থিত ছিলেন আরিফা ফুড প্রোডাক্টসের ম্যানেজার রফিকুল ইসলাম, বালাপাড়া ইউপি সদস্য মোঃ আনোয়ার হোসেন, সাবেক ইউপি সদস্য আমিনুল ইসলাম, সাংবাদিক মনিরুল ইসলাম মিন্টু, জহির রায়হান, সাইদুল ইসলাম, আসাদুজ্জামান আসাদ, মোশারফ হোসেন, হ্যাপি আক্তার। প্রায় ৩ শতাধিক অসহায় ও গরীব মানুষ গুলো ঈদ উপহার পেয়ে বেজায় খুশি।