কাউনিয়ায় আওয়ামী লীগ ও কৃষক লীগ নেতা গ্রেফতার

প্রকাশ : 2026-01-02 18:48:01১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

কাউনিয়ায় আওয়ামী লীগ ও কৃষক লীগ নেতা গ্রেফতার

কাউনিয়ার হারাগাছ ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক সিরাজুল (৪২) ও উপজেলার কৃষক লীগের সহ-সভাপতি মশিয়ার রহমান চাঁন (৪৮) কে গ্রেফতার করেছে পুলিশ।  থানা সূত্রে জানাগেছে সারাদেশে ডেভিল হান্ট অপারেশনের আওতায় গত বৃহস্পতিবার রাতে উপজেলার নাজিরদহ নতুন চর এলাকার বাসিন্দা মৃত আজর উদ্দিনে পুত্র হারাগাছ ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক সিরাজুল ইসলাম (৪২) কে নিজ বাড়ি থেকে বৃহস্পতিবার রাতে পুলিশ গ্রেফতার করে। অপর দিকে কাউনিয়া উপজেলার কৃষক লীগের সহ-সভাপতি নিজপাড়া সানাই মোড় এলাকার বাসিন্দা মৃত সামছুল হকের পুত্র উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি মশিয়ার রহমান চাঁন (৪৮) কে  গত বুধবার গ্রেফতার করেছে পুলিশ। কাউনিয়া থানা অফিসার ইনচার্জ নজমুল হক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।