কাউনিয়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে আল-হেরা ফাউন্ডেশনের অনুদান প্রদান
প্রকাশ : 2021-04-27 16:35:02১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউপির হরিচরণ লস্কর গ্রামে আজিজুল ইসলামের বাড়ি আগুনে পুরে ছাই, এই সংবাদ বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হলে আল-হেরা ফাউন্ডেশন (কাউনিয়া-পীরগাছা) কর্তৃপক্ষের নজরে আসলে তারা মঙ্গলবার ক্ষতিগ্রস্ত পরিবারকে অনুদান প্রদান করে।
কাউনিয়া উপজেলা ক্যাম্পাসে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত আজিজুল ইসলাম এর হাতে অনুদানের ১০ হাজার টাকা তুলে দেন নির্বাহী অফিসার তাহমিনা তারিন। এ সময় উপস্থিত ছিলেন আহবায়ক আল-হেরা ফাউন্ডেশন (কাউনিয়া-পীরগাছা) ও প্রধান শিক্ষক মোঃ জয়নুল আবেদীন, মাধ্যমিক শিক্ষা অফিসার এএসএম আরিফ মাহফুজ, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, উপজেলা শিক্ষক কর্মচারী কল্যান সমিতির সাধারন সম্পাদক ও প্রধান শিক্ষক মোঃ রমজান আলী, সাংগঠনিক সম্পাদক ও প্রধান শিক্ষক মোঃ ফাকের সরকার প্রমূখ। আল-হেরা ফাউন্ডেশনের অনুদান পেয়ে আজিজুল বেজায় খুশি।