কাউনিয়ার জনপ্রিয় নূরুল হক চেয়ারম্যান আর নেই 

প্রকাশ : 2022-03-05 19:48:42১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

কাউনিয়ার জনপ্রিয় নূরুল হক চেয়ারম্যান আর নেই 

কাউনিয়া উপজেলার ৫ নং বালাপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক জনপ্রিয় চেয়ারম্যান, তালুক শাহবাজ (আটানী) গ্রামের বাসিন্দা নূরুল হক (৭৫) শনিবার দুপুর ১২.৩০ মিনিটে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে যন্ত্রের ক্রিয়া বন্ধহয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি-----রাজেউন)। মৃত্যু কালে স্ত্রী, ৪ পুত্র ৩ কন্যা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি বালাপাড়া ইউনিয়ন পরিষদের ২ বার ইউপি সদস্য ও ৩ বার ইউপি চেয়ারম্যান ছিলেন, মোট ১৯ বছর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি মৃত্যুর পূর্ব পর্যন্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন। 

শনিবার রাত ৯ টায় নিজপাড়া আহমাদিয়া আলিম মাদ্রাসা মাঠে জানাযা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হবে। তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক নেতা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, ইউপি চেয়ারম্যান, সদস্য ও সুশীল সমাজের নেতৃবৃন্দ এবং প্রত্যাশার আলো পত্রিকা পরিবার গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।