কলমা ইউনিয়নে কোভিড-১৯ এর ভ্যাকসিন ফ্রি নিবন্ধন করছে আ'লীগ
প্রকাশ : 2021-03-21 19:23:03১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
প্রধানমন্ত্রী হাসিনার উপহার কোভিড-১৯ ভ্যাকসিন মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কলমা ইউনিয়নের সর্বস্তরের জনগনের মাঝে বিনামূল্যে ফ্রি ভ্যাকসিনে নিবন্ধন ও টিকা কার্ড বিতরণ করছে ইউনিয়ন আওয়ামী লীগ। মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলির নির্দেশে কলমা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান অরুনের নিজস্ব উদ্যোগে কলমা ইউনিয়নের সসর্বস্তরের জনগনের বাড়ী বাড়ী গিয়ে বিনামূল্যে কোভিড-১৯ ভ্যাকসিনের ফ্রি নিবন্ধ ও টিকা কার্ড নিবন্ধন করা হচ্ছে।
কলমা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ও ৯ নম্বর ওয়াড ছাএলীগের সভাপতি রিজন আহমেদ ও ধনিয়া কলেজ ঢাকা মহানগর দক্ষিণ ছাএলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাউসার আহামেদ খান এবং কলমা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সদস্য সিরাজুল ইসলাম বাপ্পী ফ্রি ভ্যাকসিনের নিবন্ধণ ও টিকা কার্ড তৈরী করে বিতরণের দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের লৌহজং উপজেলার যুগ্ন সাধারণ সম্পাদক মোহাম্মদ রবিন খান।