কলমায় ঐক্য পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত
প্রকাশ : 2023-05-28 10:55:14১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
লৌহজং উপজেলার কলমা ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খৃিষ্ট্রান ঐক্য পরিষদ যুব ঐক্য পরিষদ ছাত্র ঐক্য পরিষদের বর্ধিত সভা কলমা দাশপাড়া হরি মন্দীরে কলমা ইউনিয়ন সভাপতি শম্ভু মন্ডলের সভাপতিত্বে ও উপজেলা যুগ্ম সম্পাদক হিমাংশু বনিকের সন্চালনায় অনুষ্ঠিত হয়। বৈরী আবহাওয়া উপেক্ষা করে বর্ধিত সভায় ঐক্য পরিষদ যুব ঐক্য পরিষদ,ছাত্র ঐক্য পরিষদের নেতৃবৃন্দ উপস্হুিত ছিলেন। বক্তরা বাহাত্তুরের সংবিধান পূনঃ প্রর্বতন সরকারের বিগত দিনে দেয়া নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য দাবী জানান। সংগঠনকে গতীশীল ও ঐক্যবদ্ধ রেখে সকল বৈষম্য মূলক আইন বাতিলের দাবী জানানো হয়। সভায় উপজেলার নেতৃবৃন্দ উপস্হুিত ছিলেন।