কর্মসূচি চলার মধ্যেই হঠাৎ অসুস্থ কৃষক লীগের সভাপতি সমীর চন্দ্র
প্রকাশ : 2022-04-21 14:58:18১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
প্রতিষ্ঠাবাষির্কীর কর্মসূচি চলার মধ্যেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের সভাপতি সমীর চন্দ্র চন্দ।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভার মধ্যে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে ধরাধরি করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নেওয়া হয়।
কৃষক লীগের ৫০তম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে কৃষকদের মধ্যে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। এ সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সভায় সমীর চন্দ্র চন্দ সভাপতিত্ব করছিলেন। তিনি সভাপতির বক্তব্য রাখার পর মঞ্চে এসে বসেন। এরপর ওবায়দুল কাদের প্রধান অতিথির বক্তব্য দেওয়ার সময় সমীর চন্দ্র চন্দ অসুস্থ হয়ে পড়েন।