কর্তৃপক্ষের অবহেলায় রংপুর পল্লী উন্নয়ন ভবনে অগ্নিকান্ড
প্রকাশ : 2025-04-10 15:02:44১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক

রংপুরের কাউনিয়ায় পল্লী উন্নয়ন ভবন (বিআরডিবি) এর অফিসের দ্বিতীয় তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। অল্পের জন্য বেঁচেগেলেন ৩০জন গ্রামীন নারী প্রশিক্ষনার্থী। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে। কর্তৃপক্ষের অবহেলায় এমন ঘটনা ঘটেছে বলে অনেকে মন্তব্য করেছেন।
সবেজমিনে জানাগেছে, কাউনিয়ায় পল্লী উন্নয়ন ভবন (বিআরডিবি) এর অফিসের দ্বিতীয় তলায় ৩০জন গ্রামীন নারী প্রশিক্ষনার্থীর প্রশিক্ষন চলছিল। এসময় হঠাত করে বিদ্যুতের তারে আগুন লেগে বড় আকারে আগুনের ফুলকি বের হতে থাকে। আগুন দেখে মহিলা প্রশিক্ষনার্থীরা এক যোগে নিচে নামতে ছুটাছুটি শুর করে। এসময় তিন চার জন্য সামন্য আহত হন। পরে কাউনিয়া ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রনে আনে। ফায়ার সার্ভিসের স্টেশ মাস্টার জানান, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে।
নরমাল তার হওয়ায় তাপে তা সয্য করতে পারেনি তাই আগুন লেগেগেছে। স্থানীয় একজন জানান, গত ছয়মাস আগে ৩০লাখ টাকা ব্যয়ে পল্লী ভবনের সংস্কার কাজ করা হয়েছে, বিআরডিবি অফিসের কর্মকর্তাদের যোগসাজসে ঠিকাদার নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করায় ছয়মাস না যেতেই এমন দুর্ঘটনা ঘটল। এসব অনিয়ম দেখার যেন কেউ নেই। অল্পের জন্য বেঁচেগেলেন ৩০জন গ্রামীন মহিলা প্রশিক্ষনার্থী।
সান