করাচির রাস্তায় বনের সিংহ

প্রকাশ : 2023-08-30 12:44:39১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

করাচির রাস্তায় বনের সিংহ

পাকিস্তানের করাচি শহরের এক ব্যস্ত সড়কে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় একটি সিংহকে হেঁটে বেড়াতে দেখা যায়। এ দৃশ্য দেখে লোকজন হতভম্ব ও ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে। পরিবহনের সময় সিংহটি একটি গাড়ি থেকে পালিয়ে গিয়েছিল বলে জিও নিউজের প্রতিবেদনে জানানো হয়।

করাচির রাস্তায় সিংহের হাঁটাহাঁটির দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, সিংহটি একটি ব্যস্ত রাস্তায় হাঁটছে। করাচির এই রাস্তার নাম শারিয়া ফয়সাল বলে খবরে বলা হয়।

জিও নিউজ জানায়, একপর্যায়ে ঘটনাস্থলে পুলিশ আসে। তারা লোকজনকে সিংহটি থেকে দূরত্ব বজায় রাখতে বলে। পরে কর্তৃপক্ষ সিংহটিকে খাঁচার ভেতরে ঢোকাতে সক্ষম হয়। আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তারা জানান, পরিবহনের সময় যে গাড়ি থেকে সিংহটি পালিয়ে গিয়েছিল, তার চালককে তাঁরা আটক করেছেন।

পুলিশের পক্ষ থেকে বলা হয়, তারা বন্য প্রাণী বিভাগের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে। পাকিস্তানের বন্য প্রাণী বিভাগের এক কর্মকর্তা জিও নিউজকে জানান, সিংহটির বয়স প্রায় দুই বছর।