কমেছে শীত পঞ্চগড়ে , তাপমাত্রা দুই ডিজিটে ওঠানামা করছে
প্রকাশ : 2023-12-30 15:56:35১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
পঞ্চগড়ের তেতুঁলিয়া আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে দিনে আপাতত: রোদ্র থাকবে। দুই-একদিনে ঘনকুয়াশা ও শৈত্য প্রবাহের কোন খবর ও নাই।
তেতুঁলিয়া আবহাওয়া অধিদপ্তরসূত্রে জনা গেছে শনিবার(৩০ডিসেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ দশমিক ৩ ডিগ্রী সেলসিয়াস। তবে শুক্ররবার ছিল ১১দশমিক ৭ ডিগ্রী সেলসিয়াস।
চলতি ডিসেম্বরের শেষ ও মাঝামাঝি সময়ে শীতের তীব্রতায় কাহিল ছিল পঞ্চগড়ের মানুষ। তা হঠাৎ করেই কমে যায়। তাপমাত্রা কমে যাওয়ায় অনেকটাই স্বাভাবিক ছিল জীবনযাত্রা।
কয়দিন ধরে ১১ থেকে ১২ ডিগ্রী সেলসিয়াসে তাপমাত্রা ওঠানামা করে। সকাল পেরিয়ে গেলেই মানুষ স্বাভাবিক ভাবে চলাফেরা করতো। দুপুরের সূর্যের আলো ছড়িয়ে পড়তো চারদিক।এতে শীতের তীব্রতা ছাড়িয়ে গরম অনুভূত হতো।
আজ শনিবার(৩০ডিসেম্বর) তাপমাত্রা কমে যাওয়ায় ভোর থেকে শীত অনুভূত হতে থাকে। সাথে কিছু হিমেল হাওয়া বাইতে থাকে। সাথে কিছুটা কুয়াশার দেখা মেলে চারিদিক। পথে ঘাটে দেখা যায় অনেকে খঁড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করে।
এদিকে জীবীকার তাগিদে প গড় করতোয়া নদীতে পাথর শ্রমিকদের পাথর তুলতে দেখা যায়। দেখা যায় মাঠে-ঘাটে কৃষি কাজে ব্যস্ত অনেককে।
তেতুঁলিয়া আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন ‘আজকে তাপমাত্রা কমে যাওয়ায় শীত কিছুটা বেড়েছে।এ মাসে শীত ও কুয়াশার তীব্রতা নাও বাড়তে পারে। তবে জানুয়ারীর আগে কিছুু বলা যাবেনা।
এদিকে জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম জানান, সরকারিভাবে পাওয়া ২০ হাজার শীতবস্ত্র বিতরণ অব্যাহত আছে। শীতবস্ত্রের জন্য আরো চাহিদা পাঠানো হয়েছে। শীত মোকাবেলায় প্রশাসন প্রস্তুত আছে।
ই