কবি সালেহ রনক এর প্রথম কবিতাগ্রন্থ "গালি ও গজল" প্রকাশ করেছে চন্দ্রবিন্দু
প্রকাশ : 2023-02-12 12:33:51১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
"গালি ও গজল"।কবি সালেহ রনক এর প্রথম কবিতাগ্রন্থ, প্রকাশ করেছে চন্দ্রবিন্দু।
বইটিতে রয়েছে তিন পর্ব। পাঠক এতে খুঁজে পাবেন কবিতার অন্য ভাব ও তার নতুন আঙ্গিক। সমকালীন ধারা, প্রাণ, প্রকৃতি ও জীবনের গভীর বোধ দারুণ চিত্রাভাসে প্রতিষ্ঠিত তার কবিতায়। তিনি তৈরি করছেন অনন্য এক জাদুবাস্তবতা কবি সালেহ রনক এর প্রথম কবিতাগ্রন্থকবি সালেহ রনক এর প্রথম কবিতাগ্রন্থ ২০ ডিসেম্বর প্রকাশ হওয়া বইটি দ্রুতই পাঠকপ্রিয় হয়ে উঠেছে। প্রথম মুদ্রণ শেষ হয়েছে ইতোমধ্যেই। অমর একুশে বইমেলা ২০২৩ এর প্রথম দিনেই এসে গেছে দ্বিতীয় মুদ্রণ।
'গালি ও গজল', অন্তর্গত উচ্চারণ এবং নিঃসঙ্গ মানুষের নিবিড় আর্তি। দেশকালের ভাবনাও এখানে দুর্নীরিক্ষ্য নয়। আমরা প্রতিদিন যে বাক্য আর ধ্বনিগুলো শুনি তার মধ্যে কর্কশতম হচ্ছে গালি, আর মধুরতম ধ্বনির মধ্যে আছে গজল। সালেহ রনক ধ্বনির সেই বৈপরীত্যকে ধরতে চেয়েছেন অনায়াস দক্ষতায়। নিরীক্ষার নামে অবোধ্য প্রলাপ এবং শব্দের জঞ্জাল থেকে অনেক দূরে সরে গিয়ে তিনি সন্ধান করেছেন এক নতুন ভাষার, প্রথাগত ধারণার বাইরে। বইটির মূল্য ২২৫ টাকা। মেলার ৫৬৮ নং স্টলে চন্দ্রবিন্দু প্রকাশনে পাওয়া যাচ্ছে বইটি। এছাড়া রকমারি ও বাতিঘর থেকেও বইটি সংগ্রহ করা যাবে।