কঙ্গোর দক্ষিণ কিভু প্রদেশে বন্যা ও ভূমিধস, নিহত ৪০

প্রকাশ : 2023-12-28 16:56:21১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

কঙ্গোর দক্ষিণ কিভু প্রদেশে বন্যা ও ভূমিধস, নিহত ৪০

ডেমোক্র্যোটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআরসি) দক্ষিণ কিভু প্রদেশে বুধবার (২৭ ডিসেম্বর) ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে কমপক্ষে ৪০ জন নিহত হয়েছে। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এই খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গভর্নরের অফিসের জানিয়েছে, প্রাদেশিক রাজধানী বুকাভুতে কমপক্ষে ২০ জনের এবং বুরহিনি গ্রামে আশেপাশে আরও ২০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

অনুসন্ধান ও উদ্ধার অভিযান এখনও অব্যাহত রয়েছে। মৃতের এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

এর আগে, চলতি বছরের মে মাসেও দক্ষিণ কিভু প্রদেশে ভারী বৃষ্টির কারণে বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটে। তখন কালহে টেরিটরির এলাকায় অন্তত ৪৩৮ জনের প্রাণহানি হয়েছিল।

একটি গ্রীষ্মমন্ডলীয় জলবায়ু অঞ্চলে অবস্থিত কঙ্গো। বর্ষাকালে প্রায়ই প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়ে দেশটি।