কওমী মাদ্রাসা ছাত্রীর মরদেহ উদ্ধার                  

প্রকাশ : 2022-03-05 20:05:50১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

কওমী মাদ্রাসা ছাত্রীর মরদেহ উদ্ধার                  

বাগেরহাটের শরণখোলায় মরিয়ম (১০) নামে এক কওমী মাদ্রাসা ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মরিয়ম শরণখোলা উপজেলার রাজৈর গ্রামের বেল্লাল হোসেনের মেয়ে। সে রাজৈর ফজলুল উলুম মুহসিনিয়া কওমী মাদ্রাসার প্লে কায়দার শিক্ষার্থী ছিল। শনিবার (৫ মার্চ) সকালে মরিয়মের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। 
এর আগে শুক্রবার (৪ মার্চ) রাতে বসত ঘরের পাটাতনের উপরে শিশুটিকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে স্বজনরা শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মরিয়মের মা আসমা বেগম জানান, শুক্রবার সন্ধ্যার পর থেকে মেয়েকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। অনেক খোঁজাখুঁজির পরে রাত ৯ টার দিকে ঘরের বসত ঘরের পাটাতনের উপরে অচেতন অবস্থায় দেখতে পাই। সাথে-সাথে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। তখন ডাক্তার মেয়েকে মৃত বলেন। কিন্তু কি কারণে মারা গেল আমরাও বুঝতে পারছি না।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, এলাকাবাসীর খবরের ভিত্তিতে আমরা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মেয়েটির মরদেহ উদ্ধার করি। মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের জন্য নিহতের লাশ বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।