ওয়ানডে র্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে দশ নম্বরে বাংলাদেশ
প্রকাশ : 2025-05-05 15:49:41১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক

ওয়ানডে ক্রিকেটে দাপট দেখানো বাংলাদেশ এখন এই ফরম্যাটেও পিছিয়ে পড়ছে। চলতি বছর খুব বেশি ওয়ানডে খেলেনি তারা। কেবল চ্যাম্পিয়ন্স ট্রফিতেই খেলেছে। কিন্তু তার আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে হোয়াইটওয়াশ ও আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হারেই মূলত র্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়েছে নাজমুল হোসেন শান্তর দল। দলের অবনতি হয়েছে এক ধাপ। ফলে বাংলাদেশের অবস্থান এখন দশ নম্বরে।
সোমবার ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি সদস্য দেশগুলোর তিন ফরম্যাটে র্যাঙ্কিংয়ের বাৎসরিক হালনাগাদ তালিকা প্রকাশ করেছে। ওয়ানডেতে বাংলাদেশ দল ৪ পয়েন্ট হারিয়েছে। তাদের রেটিং পয়েন্ট এখন ৭৬। হালনাগাদকৃত র্যাঙ্কিংয়ে ২০২৪ সালের মে থেকে এখন পর্যন্ত খেলা ম্যাচগুলোর রেটিংয়ের শতভাগ বিবেচনায় নেওয়া হয়েছে। আর আগের দুই বছরের ম্যাচগুলোর রেটিংয়ের ৫০ ভাগ হিসাব করা হয়েছে। ওয়ানডেতে পিছিয়ে গেলেও অন্য দুই সংস্করণে আগের মতোই নবম স্থানে আছে বাংলাদেশ।
২০১৫ ওয়ানডে বিশ্বকাপের পর থেকে ৫০ ওভারের ক্রিকেট বাংলাদেশ দাপট দেখিয়ে খেলছে। কিন্তু গত বছর থেকে এই ফরম্যাটেও ভাটার টান ছিল পারফরম্যান্সে। গত বছরের শুরু থেকে এখন অব্দি বাংলাদেশ ১১ ওয়ানডে খেলেছে, যার মধ্যে কেবল তিনটি ম্যাচ জিততে পেরেছে নাজমুল হোসেন শান্তর দল। গত বছরের নভেম্বরের আগে বাংলাদেশের অবস্থান ছিল ৮ নম্বরে। কিন্তু নিচে থাকা আফগানিস্তানের সাথে ২-১ ব্যবধানে সিরিজ হেরে নয় নম্বরে নেমে যায় লাল-সবুজ জার্সিধারীরা। তাতে প্রায় ৬ মাসের ব্যবধানে বাংলাদেশ আরেক ধাপ নিচে নেমেছে।
হালনাগাদে ৪ পয়েন্ট কমায় ওয়ানডেতে বাংলাদেশের রেটিং এখন ৭৬। ৫ পয়েন্ট বেড়ে তাদের পেছনে ঠেলে ওয়েস্ট ইন্ডিজ চলে এসেছে ৯ নম্বরে।
টেস্টে অস্ট্রেলিয়া শীর্ষস্থান ধরে রেখেছে। দক্ষিণ আফ্রিকা ও ভারতকে পেছনে ফেলে দুইয়ে লাফ দিয়েছে ইংল্যান্ড। প্রোটিয়ারা এক ধাপ পিছিয়ে তিনে, রোহিত শর্মার ভারত চারে চলে গেছে। বাকি দশ দল অপরিবর্তিত। পাঁচে নিউজিল্যান্ড। তার পর যথাক্রমে শ্রীলঙ্কা, পাকিস্তান, ওয়েস্টে ইন্ডিজ, বাংলাদেশ ও জিম্বাবুয়ে অবস্থান করছে।
সাদা বলের বাকি দুই ফরম্যাটে শীর্ষে রয়েছে ভারত। ওয়ানডেতে চ্যাম্পিয়ন্স ট্রফি রানার্স আপ নিউজিল্যান্ড রয়েছে দুই নম্বরে। তারা অস্ট্রেলিয়াকে তিনে ঠেলেছে। ঘরের মাঠে ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জেতার পুরস্কার হিসেবে চারে উঠেছে শ্রীলঙ্কা। তারা পাকিস্তানকে পাঁচ নম্বরে ঠেলে দিয়েছে। দক্ষিণ আফ্রিকা ৬ নম্বরে, ৪ পয়েন্ট বাড়ায় আফগানিস্তান সাত নম্বরে জায়গা করে নিয়েছে।
টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ভারতের পর অবস্থান অস্ট্রেলিয়ার। তিনে ইংল্যান্ড, চারে নিউজিল্যান্ড। তার পর যথাক্রমে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান।
কা/আ