এসএসসি পরীক্ষায় লৌহজং শীর্ষে
প্রকাশ : 2022-11-29 18:44:32১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মুন্সীগঞ্জের ছয় উপজেলার মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসি পরীক্ষায় সবচেয়ে ভালো ফলাফল করেছে লৌহজং উপজেলা। এখানে পাসের হার ৯০ দশমিক ৫২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৮১ জন শিক্ষার্থী। এই উপজেলা থেকে এ বছর ১ হাজার ৫৫৫ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ১ হাজার ৪০১ জন উত্তীর্ণ হয়। করেছিল। এর মধ্যে অকৃতকার্য হয়েছে ১৫৪ জন। মুন্সীগঞ্জ সদর উপজেলায় ৪ হাজার ১৭৬ জন পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৩ হাজার ৫৬৪ জন কৃতকার্য হয়। অকৃতকার্য হয়েছে ৬১২ জন। সদরে পাশের হার ৮৫ দশমিক এখানে জিপিএ-৫ পেয়েছে ২৭০ জন। টঙ্গীবাড়ি উপজেলা হতে ১ হাজার ৮১৮ জন পরীক্ষায় অংশগ্রহণ করে মোট ১ হাজার ৬১৮ জন পাশ করেছে। অকৃতকার্য হয়েছে ২ শ শিক্ষার্থী। পাশের হার ৮৮ দশমিক ৯৯। জিপিএ-৫ পেয়েছে ৮৭ জন।
সিরাজদিখান উপজেলা হতে ২ হাজার ৭৬৬ জন পরীক্ষায় অংশ গ্রহণ করে ২ হাজার ৪৪৫ জন পাশ করেছে। পাশের হার ৮৮ দশমিক ২৬। জিপিএ-৫ পেয়েছে ১৪৩ জন। শ্রীনগর উপজেলায় ২ হাজার ৮৫৯ জন পরীক্ষার্থীর মধ্যে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ২ হাজার ৪৩৫ জন। অকৃতকার্য হয়েছে ৪২৪ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে মোট ১২৩ জন। পাশের হার ৮৫ দশমিক ১৭। গজারিয়া উপজেলায় ২ হাজার ৩১৭ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ১ হাজার ৯৫০ জন। অকৃতকার্য হয়েছে ৩৬৭ জন। পাশের হার ৮৪ দশমিক ১৬। জিপিএ-৫ পেয়েছে ১১৭ জন শিক্ষার্থী।