এসএসসি পরীক্ষায় লৌহজং শীর্ষে 

প্রকাশ : 2022-11-29 18:44:32১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

এসএসসি পরীক্ষায় লৌহজং শীর্ষে 

মুন্সীগঞ্জের ছয় উপজেলার মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসি পরীক্ষায় সবচেয়ে ভালো ফলাফল করেছে লৌহজং উপজেলা। এখানে পাসের হার ৯০ দশমিক ৫২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৮১ জন শিক্ষার্থী। এই উপজেলা থেকে এ বছর ১ হাজার ৫৫৫ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে  ১ হাজার ৪০১ জন উত্তীর্ণ হয়। করেছিল। এর মধ্যে অকৃতকার্য হয়েছে ১৫৪ জন। মুন্সীগঞ্জ সদর উপজেলায় ৪ হাজার ১৭৬ জন পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৩ হাজার ৫৬৪ জন কৃতকার্য হয়। অকৃতকার্য হয়েছে ৬১২ জন। সদরে পাশের হার ৮৫ দশমিক এখানে জিপিএ-৫ পেয়েছে ২৭০ জন। টঙ্গীবাড়ি উপজেলা হতে ১ হাজার ৮১৮ জন পরীক্ষায় অংশগ্রহণ করে মোট ১ হাজার ৬১৮ জন পাশ করেছে। অকৃতকার্য হয়েছে ২ শ শিক্ষার্থী। পাশের হার ৮৮ দশমিক ৯৯। জিপিএ-৫ পেয়েছে ৮৭ জন। 

সিরাজদিখান উপজেলা হতে ২ হাজার ৭৬৬ জন পরীক্ষায় অংশ গ্রহণ করে ২ হাজার ৪৪৫ জন পাশ করেছে। পাশের হার ৮৮ দশমিক ২৬। জিপিএ-৫ পেয়েছে ১৪৩ জন। শ্রীনগর উপজেলায় ২ হাজার ৮৫৯ জন পরীক্ষার্থীর মধ্যে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ২ হাজার ৪৩৫ জন। অকৃতকার্য হয়েছে ৪২৪ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে মোট ১২৩ জন। পাশের হার ৮৫ দশমিক ১৭। গজারিয়া উপজেলায় ২ হাজার ৩১৭ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ১ হাজার ৯৫০ জন। অকৃতকার্য হয়েছে ৩৬৭ জন। পাশের হার ৮৪ দশমিক ১৬। জিপিএ-৫ পেয়েছে ১১৭ জন শিক্ষার্থী।