এবার ভূমিকম্পে কেঁপে উঠলো আফগানিস্তান

প্রকাশ : 2023-02-28 11:55:31১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

এবার ভূমিকম্পে কেঁপে উঠলো আফগানিস্তান

৪ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হানলো এশিয়ার দেশ আফগানিস্তানে। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরতা ছিল ভূমিকম্পের।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) এক টুইটে জানিয়েছে, আফগানিস্তানে ৪ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া না গেলেও পরিস্থিতি পর্যবেক্ষণ করছে আফগান সরকার।

চলতি সপ্তাহের শনিবার রাতে জাপানের উত্তরাঞ্চলের হোক্কাইদো প্রদেশে আঘাত হানে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প। উপকূলীয় শহর কুশিরো এবং নেমুরোকে ভূমিকম্পে কেঁপে উঠলেও, কোনও সুনামি সতর্কতা জারি করা হয়নি।

গত ৬ ফেব্রুয়ারি তুরস্ক-সিরিয়ায় স্মরণকালের ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। ধসে পড়ে কয়েক লাখ ভবন। এতে ৫০ হাজারের বেশি মানুষ মারা গেছেন। আহত হয়ে হাসপাতালে ভর্তি আরও কয়েক হাজার। দুই দেশেই বেড়েছে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা। পরিস্থিতি কাটিয়ে উঠতে ত্রাণ সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ, যুক্তরাষ্ট্রসহ ইউরোপের দেশগুলো।