এবার বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষক বহিষ্কার করে ধর্মগুরু নিয়োগ
প্রকাশ : 2022-04-30 22:38:04১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
এবার তালেবান শাসকরা চড়াও হলো উচ্চশিক্ষিত শিক্ষকদের ওপর। আফগানিস্তানের বালখ বিশ্ববিদ্যালয়ের ৫০ অধ্যাপককে বহিষ্কার করা হয়েছে।
তাদের জায়গায় নিয়োগ দেয়া হচ্ছে তালেবান সদস্য এবং ধর্ম বিশেষজ্ঞদের। আফগানিস্তানের স্থানীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
বহিষ্কৃত এক অধ্যাপক জানান, সংখ্যালঘু হওয়ায় তাদের বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারের আগে তাদের কোন ধরনের নোটিসও দেয়া হয়নি।
বহিষ্কৃত অধ্যাপকদের মধ্যে ২৭ জন তাজিক, ১২ জন হাজারা, পাঁচজন পশতু, দু'জন আরব, দু'জন সাদাত, একজন উজবেক এবং অন্যজন বায়াত সম্প্রদায়ের।
তিনজনের ডক্টরেট রয়েছে, ৩৬ জন স্নাতকোত্তর, ১০জন স্নাতক ডিগ্রিধারী। বহিষ্কার করা হয়েছে আট প্রশাসনিক কর্মকর্তাকেও।
এদিকে, সুপ্রিম কোর্ট থেকে পার্সিয়ান ভাষা বাদ দিতে ডিক্রি জারি করেছে তালেবান। বালাখ বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে নিষিদ্ধ করা হয়েছে পার্সিয়ান ভাষা।
এর আগে, তালেবানরা বিশ্ববিদ্যালয়ে ছেলে ও মেয়েদের একসঙ্গে পড়া নিষিদ্ধ করে। এছাড়াও মেয়েদের সকালের ক্লাসে বসতে বলা হয়। অন্যদিকে ছেলেদের সন্ধ্যায় ক্লাস করার দেয়া হয়।