এবার ন্যাশনাল পার্কে প্রবেশের অধিকার হারালো আফগান নারীরা

প্রকাশ : 2023-08-28 10:12:15১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

এবার ন্যাশনাল পার্কে প্রবেশের অধিকার হারালো আফগান নারীরা

আফগানিস্তানের মধ্য বামিয়ান প্রদেশের বান্ড-ই-আমির জাতীয় উদ্যানে নারীদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির তালেবান সরকার।

বিবিসি জানিয়েছে, দেশটির পাপ ও পূণ্যবিষয়ক ভারপ্রাপ্ত মন্ত্রী মোহাম্মদ খালেদ হানাফি বলেছেন, নারীরা পার্কের ভিতরে হিজাব পরছেন না। তিনি এই বিষয়ে একটি সমাধান না পাওয়া পর্যন্ত নারীদের উদ্যানে প্রবেশ নিষিদ্ধ করতে ধর্মীয় আলেম ও নিরাপত্তা সংস্থার প্রতি আহ্বান জানিয়েছেন।

এই বিষয়ে বামিয়ান প্রদেশের ধর্মীয় আলেমরা বলেছেন, মহিলারা নিয়ম না মেনেই পার্ক পরিদর্শন করছেন।

হিউম্যান রাইটস ওয়াচের ফেরেশতা আব্বাসি বলেছেন, নারীদের পার্কে যেতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এতে আফগানিস্তানের মহিলাদের প্রতি সম্পূর্ণ অসম্মান দেখানো হয়েছে।

বান্ড-ই-আমির দেশটির একটি উল্লেখযোগ্য দর্শণীয় স্থান। ২০০৯ সালে একে আফগানিস্তানের প্রথম জাতীয় উদ্যানে পরিণত করা হয়।